সম্প্রতি ফায়ার সার্ভিসের তথ্যমতে, বাংলাদেশে গ্যাস বিস্ফোরণে গত ১০ বছরে ছোট-বড় প্রায় ১০ হাজার অগ্নিকাণ্ডে ৭ লাখ মানুষ আহত হয়েছে এবং ১০ হাজার ৫৯০ জন প্রাণ হারিয়েছে। বিগত বছরগুলোতে অধিক সিলিন্ডার বিষ্ফোরণ ঘটায় এতে মানুষের মানষিক দুশ্চিন্তা বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তিগত অসচেতনতা, নিম্মমানের রেগুলেটর ব্যবহার এবং পাইপ লিকেজের কারণে বেড়ে যাচ্ছে এসব দুর্ঘটনার সংখ্যা।
ধামরায়ে গ্যাস বিষ্ফোরণে একই পরিবারের ৫ জন নিহত
ডেনমার্কের উন্নত প্রযুক্তিতে তৈরি IGT SAFETY REGULATOR দিচ্ছে ১০০ ভাগ সুরক্ষা যেকোনো সিলিন্ডারজনিত দুর্ঘটনা থেকে। এতে আছে অত্যাধুনিক ফিচার এডভান্স লক সিস্টেম , যেটা দ্বারা চুলা হতে লিক, পাইপ ফেটে যাওয়া, পাইপ ছিদ্র হওয়া, চুলা ও পাইপের লুজ কানেকশন, চুলার বার্নারের মরিচিকার ছিদ্রের কারণে গ্যাস বের হলে সাথে সাথে গ্যাস সরবরাহ বন্ধ করে দিবে। অর্থাৎ যে কোন লিকেজ বা সিলিন্ডারে দুর্ঘটনার সম্ভাবনা দেখা দিলে গ্যাস সাপ্লাই বন্ধ করে দিয়ে সিলিন্ডার লক করে দিবে। এছাড়াও বেশীরভাগ সিলিন্ডার বিস্ফোরণ ঘটে গ্যাসের প্রেশার যখন মাত্রা অতিক্রম করে তাই রেগুলেটরে রয়েছে Excess Flow Valve System (EFV) যা গ্যাসের প্রেশার সঠিক মাত্রায় নিয়ন্ত্রন করে (Automatic) স্বয়ংক্রিয়ভাবে সিলিন্ডারের দুর্ঘটনা রোধ করে।
যে কোন বিষয়ে ফোন করুন : 01604 306280, 01820 947474
যে কোন বিষয়ে ফোন করুন :
01604 306280, 01820 947474
© 2024 sohayoke.com